মণিপুরী ললিতকলা একাডেমীর ৫টি বিভাগের (নৃত্য, নাটক, সংগিত, বাদ্য ও মণিপুরী সংগিত) প্রশিক্ষণ কার্য়ক্রমের মধ্য দিয়ে প্রতি বছর এক ঝাঁক তরুণ শিল্পীর আত্মপ্রকাশ ঘটে। তারা দেশীয় সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে যুক্ত থাকে। উল্লেখ্য, উক্ত একাডেমীর সংগীত বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মৃন্ময় সিংহ (মন্টি) জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে সংগীত প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন।
একাডেমীতে আয়োজিত বিভিন্ন সেমিনার ও কর্মশালা এলাকায় জনসচেতনতা ও সাংস্কৃতিক তৎপরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
দেশী বিদেশী পর্যটকদের সৌজন্যে আয়োজিত একাডেমীর অনুষ্ঠানগুলো এই অঞ্চলের পর্যটন-বৈচিত্র্য তৈরীতে বিশেষ ভূমিকা রাখছে।